কেশবপুর (যশোর) সংবাদদাতা : যশোরের কেশবপুরে স্বীকৃত প্রতিষ্ঠানের চিকিৎসা সনদ ছাড়াই চিকিৎসা কর্যক্রম চালিয়ে যাওয়ার অপরাধে এক ভুয়া চিকিৎসককে ২ মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, উপজেলার ১১নং হাসানপুর ইউনিয়নের বগা গ্রামে ‘আল্লাহ দান ফার্মেসি ও চিকিৎসালয়’ নামের একটি প্রতিষ্ঠানে ভুয়া চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে ওই গ্রামের মো. আসমউল্লাহ বিশ্বাস নামের এক ভুয়া চিকিৎসককে ওই কারাদ- প্রদান করা হয়।
স্থানীয় প্রশাসনের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সে কোনো স্বীকৃত চিকিৎসা সনদ ছাড়াই সাধারণ রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়।
স্থানীয় জনসাধারণ প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও যেন এ ধরনের অভিযান অব্যাহত থাকে সেই দাবি জানিয়েছে।
এ বিষয়ে উপজেলা (ভূমি) সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ বলেন এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।