কুমিল্লার মুরাদনগর উপজেলার ইউসুফনগর গ্রামে নিখোঁজের একদিন পর মাটিচাপা অবস্থায় মনির মিয়া (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সম্প্রতি মনিরের ছোট ভাইয়ের স্ত্রীর ঘর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের মেঝে খুঁড়ে চটের বস্তায় মোড়ানো অবস্থায় মাটিচাপা লাশটি উদ্ধার করে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুর রহমান বলেন, “প্রাথমিক তদন্তে এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকা- বলে মনে হচ্ছে। নিহতের ছোট ভাই ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে।”
নরসিংদী
নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন পরিষদের হিসাব সহকারীর কক্ষে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে শামীম নামে এক মাদকসেবী। উপজেলার হাসনাবাদে স্থাপিত আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের হিসাব সহকারীর কক্ষের ভিতর এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম মোহাম্মদ শাহিন (৪২)। তিনি পাশর্^বর্তী মির্জানগর ইউনিয়নের মেজেরকান্দী গ্রামের আব্দুল খালেকের ছেলে। শাহিন হাসনাবাদ বাজারের একজন স্যানিটারী ব্যবসায়ী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বেলা দুইটার দিকে তিনি ‘তাহসিন ইলেক্ট্রনিক এন্ড স্যানিটারী’ প্রতিষ্ঠানের ট্রেডলাইসেন্স করতে আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ যান। সেখানে হিসাব সহকারীর কক্ষে বসে ট্রেডলাইসেন্স সংক্রান্ত কথা বার্তা বলার সময় হঠাৎ করে শামীম একটি ধারালো দা নিয়ে শাহিনকে কোপাতে থাকে। এসময় সাথে থাকা হিসাব সহকারী কামাল হোসেন সহ অন্যান্যরা ঘাতক শামীমকে প্রতিহত করার চেষ্টা করে ব্যর্থ হন। শামীমের ধারালো অস্ত্রের আঘাতে সচিবসহ আরো দুই জন আহত হয়। পরে এলাকাবাসী ঘাতক শামীমকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে।
গৌরীপুর (ময়মনসিংহ)
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নে হোসনে আরা খাতুন (৩৫) কে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২ জুলাই/২৫) এ ইউনিয়নের কাউলাটিয়া কবিরাজবাড়ি এলাকার এক কচুক্ষেত থেকে সেই যুবতীর লাশ উদ্ধার করে পুলিশ। তিনি একই গ্রামের মৃত আব্দুল গণির কন্যা।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো.দিদারুল ইসলাম। তিনি জানান, ধারণা করা হচ্ছে কলাগাছের ডাউ¹া দিয়ে গলা ফাঁস লাগিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শ্যামনগর (সাতক্ষীরা)
সাতক্ষীরার শ্যামনগরে চেতনানাশক স্প্রে করে একই রাতে দুটি পরিবারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শ্যামনগর পৌরসভার বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পরিবারের অন্তত ছয়জন সদস্য অসুস্থ হয়ে পড়েছেন, যাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বাদঘাটা গ্রামের আইসিএম কৃষি ক্লাবের সভাপতি ও প্রাক্তন ইউপি সদস্য দেবীরঞ্জন মন্ডল (৬৫) এবং তার কাকাতো ভাই প্রাক্তন ইউপি সদস্য চিত্তরঞ্জন মন্ডল (৬০)-এর বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১১টার দিকে দেবীরঞ্জনের কন্যা শিউলী মন্ডল মোবাইল ফোনে স্বামী পলাশ মজুমদারের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। কথা বলার একপর্যায়ে তিনি মাথা ঘোরার অভিযোগ করে কাতরাতে থাকেন এবং হঠাৎ ফোন হাত থেকে পড়ে যায়।
নবাবগঞ্জ (ঢাকা)
ঢাকার দোহারে বিএনপির এক নেতাকে ফিল্মি স্টাইলে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল আনুমানিক ছয়টার দিকে বাহ্রাঘাট জাবেদ এর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার ভোরে ফজরের নামাজ আদায় করে প্রতিদিনের মত পদ্মা নদীর পার দিয়ে হাঁটছিলেন নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, বর্তমান আহবায়ক কমিটির উপদেষ্টা এবং বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুন উর রশিদ ওরফে হারুন মাস্টার। হঠাৎ করে দুটি মটরসাইকেলে চারজন যুবক তাকে এলোপাথারি কুপিয়ে ও চার রাউন্ড গুলী করে চলে যায়।
এরপর স্থানীয়রা ছুটে এসে হারুন মাস্টারকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত তারিন (তন্নি) তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে দোহার থানা অফিসার ইনচার্জ মো: হাসান জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছি। প্রাথমিক সুরতাহাল করে জানতে পেরেছি তার চারটি গুলি ও ৫/৬ টি ধারালো অস্ত্রের কোপ রয়েছে নিহতের শরীরে। বাকিটা ময়নাতদন্ত শেষে বলা যাবে।
সোনারগাঁ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খালপাড় থেকে উদ্ধার করা হয় রতন নামে এক যুবকের গলাকাটা মরেদেহ। এই ঘটনায় জড়িত থাকার অপরাধে গ্রেফতার করা হয় প্রধান আসামী ইয়াসিনকে।
র্যাব বলছে, আসামী এবং ভুক্তভোগী একই এলাকার বাসিন্দা। এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গলা ও হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয় ভুক্তভোগী রতনকে। এরপর লাশ ফেলা হয় খালে।
বৃহস্পতিবার (৩জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ এক সম্মেলনে এসব জানান র্যাব-১১ এর অধিনায়ক(সিও) লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
স্থানীয়দের বরাত দিয়ে এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, গত ১৭ জুন সকালে সোনারগাঁও উপজেলার ভারগাঁও এলাকার ওলামা নগর খালপাড় বেরিবাঁধের পূর্ব পাশ থেকে রতন (৩৮) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে সোনারগাঁও থানা পুলিশ।
হাটহাজারী
চট্টগ্রামের হাটহাজারীতে একটি পুকুর থেকে রোকেয়া বেগম (৬৩) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। পৌরসভার ১নং ওয়ার্ডের সিদ্দিক আহমদের বাড়ির তলোয়ার বাংলা মাজার সংলগ্ন পুকুরে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।
নিহত রোকেয়া বেগম গড়দুয়ারা ইউনিয়নের নজির আহমদ উকিলের বাড়ির ফরিদ আহমদ মাষ্টারের স্ত্রী। তিনি হাটহাজারী পৌরসভার শায়েস্তা খাঁ পাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মো. ফরমান সুশান জানান, সকালে কাউকে কিছু না বলেই তার মা বাসা থেকে বেরিয়ে যান। তিনি জানান, কিছুদিন আগে মলম পার্টির খপ্পরে পড়ে অজ্ঞান হওয়ার পর থেকে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার এসআই আসআদ বিন আব্দুল কাদির বলেন, “আমরা লাশটি উদ্ধার করেছি। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
দৌলতপুর (কুষ্টিয়া)
কুষ্টিয়ার দৌলতপুরে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল আজিজ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। উপজেলার মথুরাপুর বাসষ্ট্যান্ড বাজারে হত্যাকান্ডের এ ঘটনা ঘটেছে। নিহত যুবক মথুরাপুর দর্গাতলা এলাকার খিলাফত আলীর ছেলে। এ ঘটনায় র্যাব ১জনকে আটক করে থানায় দিয়েছে।
শ্যামনগর (সাতক্ষীরা)
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিররুল ইসলাম এর দিকনির্দেশনায় এবং শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ূন কবির মোল্লার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে এসআই (নিঃ) মোহাম্মদ বিপ্লব হোসেন সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।
বাঁশখালী (চট্টগ্রাম)
সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন ভুরুলিয়া ইউপির ১ নং ওয়ার্ড এলাকার শেখ সাইফুর রহমান (৪৪) নামে এক মাদককারবারীকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ। এসময় তার হেফাজত থেকে ৮হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও মাদকবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামী শেখ সাইফুর রহমান শ্যামনগর থানার ভুরুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড মাজাট গ্রামের, অন্তপুর, এলাকার মৃত আহাদুল্লাহ’র পুত্র বলে পুলিশ সুত্রে জানা গেছে।
কুলাউড়া
কুলাউড়া উপজেলার উছলাপাড়া এলাকায় সুরাইয়া ইসমিন রুহি (১৬) নামে এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘটে। নিহত শিক্ষার্থী কুলাউড়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। আজ সকাল দশ ঘটিকার সময় গলায় ফাঁস দেওয়া অবস্থায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে
নিহত সুরাইয়া ইয়াসমিন রুহির বাড়ী সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার আশিঘর গ্রামে। তার বাবার নাম শেখ রুমান আলী। কুলাউড়া শহরের খালার বাড়িতে থেকে সে লেখাপড়া করছিল।
ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেছানো অবস্থায় তাকে ঝুলতে দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ গোলাম আফসার বলেন, সুরাইয়ার লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার পাঠানো হয়েছে। আমরা গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছি।