মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর সোবহানীয়া আজিজিয়া নূরানী ক্যাডেট মাদরাসার ৩য় শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ৬ ডিসেম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের ডেপুটি এটর্নি জেনারেল ও চট্টগ্রাম-১ মিরসরাই আসনে জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থী এডভোকেট সাইফুর রহমান।

মাদরাসার প্রতিষ্ঠাতা, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিরসরাই এর পীর আলহাজ্ব আবদুল মোমেন নাছেরির সভাপতিত্বে ও মাওলানা তোফাজ্জল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির, মিরসরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল হক নিজামী, মাস্টার রফিকুজ্জামান, মাওলানা খায়রুল ইসলাম হেলাল।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট সাইফুর রহমান বলেন, তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, শিষ্টাচার, ধর্মীয় মূল্যবোধ ও সঠিক চরিত্র গঠনের মাধ্যমে জীবনে অগ্রসর হওয়ার পরামর্শ প্রদান করেন এবং জ্ঞান অর্জনের পথে দৃঢ় থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে আদর্শবান, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে বড় হওয়ার অনুপ্রেরণা জাগিয়ে তোলেন এবং তাদের আগামীর শিক্ষাজীবনের জন্য শুভকামনা জানান।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব মাওলানা আবদুল মোমেন নাছেরী মাদরাসার সার্বিক অগ্রগতি, শিক্ষার্থীদের মানোন্নয়ন এবং আসন্ন দিনের পরিকল্পনা নিয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

পরিশেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে স্মারক উপহার প্রদান, দোয়া-মোনাজাত এবং উপস্থিত সবার অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল ও স্মরণীয়ভাবে সম্পন্ন হয়।