জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সমদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জামায়াত দেশ-জাতির মুক্তি ও কল্যাণের জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমরা দেশে একটি ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। মানুষের কল্যাণ ও মানবতার মুক্তিই হচ্ছে জামায়াতের রাজনীতির মূলনীতি। সৃষ্টির সেরা জীব হিসাবে মানুষের দায়িত্ব ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে শৃঙ্খলা বিধান করা। জামায়াত সে লক্ষ্যেই কাজ করছে। তাই দুনিয়ায় শান্তি ও আখেরাত মুক্তি লাভ করতে হলে আমাদের কুরআন-সুন্নাহর আদর্শের দিকে ফিরে আসতে হবে। দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হতে হবে।

তিনি বলেন, কোন অপরাধ নয়, শুধু কুরআন হাদীসের কথা বলার কারণেই জামায়াতের উপর নির্যাতনের স্টীম রোলার চালানো হয়েছে। আমাদের নিরপরাধ শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁিস দিয়ে এবং কারাগারে নির্যাতন চালিয়ে শহীদ করা হয়েছে। আমাদের নিশ্চিহ্ন করতে গুম-খুন, হামলা-মামলা, সীমাহিন জেল-জুলুম ও নির্যাতন চালানো হয়েছে। আমরা সর্বাবস্থায় আল্লাহর সাহায্য চেয়েছি, সত্যের পথে অবিচল থেকেছি। কিন্তু পালিয়ে যাইনি। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে পতিত ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে প্রমাণ করেছে তারা দেশের জন্য রাজনীতি করেনি। এ থেকে সবাইকে শিক্ষা নিতে হবে। ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে হবে। দুর্নীতি ও লুটপাটের রাজনীতি পরিহার করতে হবে। সন্ত্রাস-দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সমাজ বিনির্মাণে জামায়াতের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ।

গত বুধবার সন্ধ্যায় তিনি নগরীর কুমারগাও বাসস্ট্যান্ড ও মদিনামার্কেট পয়েন্টে সিলেট মহানগরীর জালালাবাদ থানার জামায়াত আয়োজিত কেন্দ্রঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষে পৃথক সহযোগী সদস্য সংগ্রহ অভিযান ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

কুমারগাও বাসস্ট্যান্ড এলাকায় থানা আমীর মাওলানা আলাউদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জুনাইদ আল হাবীবের পরিচালনায় অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াত নেতা মুফতী আলী হায়দার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, থানা সহকারী সেক্রেটারি উবায়দুল হক শাহীন, ৩৮ নং ওয়ার্ড সভাপতি প্রভাষক দুলাল আহমদ, সহ-সভাপতি মাওলানা উসমান গনি, মাষ্টার গোলজার আহমদ, সেক্রেটারি হোসাইন আহমদ, ৯ নং ওয়ার্ড সেক্রেটারি সাইফুল আমীন, ৩৮ নং ওয়ার্ড সহকারী সেক্রেটারি হাফেজ ইমরান আহমদ ও ৩৮ নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ সভাপতি এস.এম. জিতু ও সেক্রেটারি সাদমান আহমদ প্রমুখ।

এদিকে মদিনা মার্কেট পয়েন্টে ৮ নং ওয়ার্ড জামায়াত সভাপতি আশফাক আহমদ চৌধুরী আনাসের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা খলিলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর জামায়াত নেতা মুফতী আলী হায়দার, মাওলানা এটিএম সামসুদ্দিন, জালালাবাদ থানা আমীর মাওলানা আলাউদ্দিন, সেক্রেটারি মাওলানা জুনাইদ আল হাবীব ও সহকারী সেক্রেটারি উবায়দুল হক শাহীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ৯ নং ওয়ার্ড সভাপতি চুনু মিয়া, থানা জামায়াত নেতা ফয়জুল হক, ওয়ার্ডের সহকারী সেক্রেটারি হুমায়ুন আহমদ, জামায়াত নেতা রাজন মিয়া, মাষ্টার ফারুক আহমদ, ইঞ্জিনিয়ার ফারুক আহমদ, রফিক আহমদ, সুহেল আহমদ ও সজিবুল প্রমুখ। পৃথক ক্যাম্পেইনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।