গ্রাম-গঞ্জ-শহর
সাংবাদিক সম্মেলনে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ
টাঙ্গাইলের ভূঞাপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সোবহানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও কর্মচারীরা।
Printed Edition
টাঙ্গাইলের ভূঞাপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সোবহানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও কর্মচারীরা।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ভূঞাপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসার সহকারী অধ্যাপক ড. দেলোয়ার মাসুদ। তিনি জানান, অধ্যক্ষ আব্দুস সোবহান ২০০০ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে প্রায় ৫২ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে শিক্ষক ও কর্মচারী নিয়োগে অবৈধ অর্থ আদায়, একই ভাউচার একাধিকবার ব্যবহার করে ভুয়া ভাউচার তৈরি, উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, শিক্ষকদের গায়ে হাত তোলা এবং শারীরিক ও মানসিক নির্যাতনের মতো গুরুতর অভিযোগ রয়েছে।
আরও অভিযোগ করেন বলেন, ২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে তিনি রশিদবিহীন অর্থ আদায়, শিক্ষকদের স্বাক্ষর জালিয়াতি, সাদা কাগজে ইচ্ছামতো ব্যয় দেখিয়ে অর্থ লেনদেন এবং এমপিও আবেদন বাবদ ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া, নারী শিক্ষক-কর্মচারীদের প্রতি অশোভন মন্তব্য করতেন বলেও অভিযোগ ওঠে।
এদিকে, সোমবার একই দিন সকালে মাদ্রাসার শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবকদের অংশগ্রহণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আব্দুস সোবহানের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে তারা দ্রুত তার অপসারণ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান মানববন্ধনে।