সংবাদদাতা : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের নবাগত ৫৬ ব্যাচের শিক্ষার্থীদের বোনস তুলে দেয়ার মাধ্যমে অফিসিয়াল যাত্রা শুরু করে শেবাচিম বোনস ব্যাংক (SBMC Bones Bank)। সম্প্রতি কলেজের ২ নং গ্যালারীতে বোনস বিতরণ প্রোগ্রামের আয়োজন করা হয়। শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৫১তম ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিতিতে নবাগত ব্যাচের ৪৩ জন শিক্ষার্থীকে ১৮ সেট বোনাস প্রদান করা হয়। শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ইনকিলাব শিক্ষা ও সাংস্কৃতিক সংসদ-এর একাডেমিক উইং এর একটি প্রজেক্ট এসবিএমসি বোনস ব্যাংক।
বোনাস ব্যাংক পরিচালক জুবাইর আহমেদ (৫২তম ব্যাচ) জানান, “ মোট ৮০ জন রেজিষ্ট্রেশনকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে ৪৩ জনকে আমরা প্রথমধাপে বোনস তুলে দিয়েছি। ক্রমান্বয়ে আরো উল্লেখযোগ্য সংখ্যক আবেদনকারীর কাছে আমরা বোনাস সেট পৌঁছে দিবো। বোনাস দেয়ার সময় আমরা শিক্ষার্থীদের কিছু শর্ত দিয়েছি। প্রতি দুই কিংবা তিনজনকে একসেট করে বোনাস দেয়া হয়েছে। যাদের দুইজনকে একসেট দেয়া হয়েছে তাদের থেকে ৫০০০ টাকা করে এবং যাদের তিনজনকে একসেট দেয়া হয়েছে তাদের থেকে ৪০০০ টাকা করে জামানত নেয়া হয়েছে। প্রথম প্রফ শেষে বোনাস ফেরত দেয়ার সময় তাদেরকে তাদের টাকা ফেরত দেয়া হবে। আমাদেরকে এ কাজে যারা সহযোগিতা করেছেন বিশেষ করে সম্পূর্ণ বিনামূল্যে যারা বোনাস সেট দান করেছেন কিংবা স্বল্পমূল্যে আমাদের কাছে সেল করেছেন কিংবা বোনাস ব্যাংকে টাকা দিয়েছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞ। “
ইনকিলাব শিক্ষা ও সাংস্কৃতিক সংসদের ছাত্র পরিষদের সদস্য সচিব রিফাত মাহমুদ (৫২ তম ব্যাচ) জানান, “শহীদ আবরার ফাহাদ ও জুলাইয়ের শহীদদের স্মৃতি জাগরুক রাখার জন্য আমরা বোনাস সেটগুলোর নাম শহীদদের নামে রেখেছি। শহীদ ডা. সজীব সরকার স্মৃতি বোনাস সেট নামে আমাদের প্রথম বোনাস সেটের নাম রেখেছি এবং বাকিগুলো অন্যান্য শহীদদের নামে রেখেছি। জুলাই না আসলে আমাদের এসব প্রজেক্ট হাতে নেয়ার সুযোগ আসতো না। জুলাইয়ের শহীদেরা ইনকিলাবের সকল কাজের অনুপ্রেরণা।”