গাজীপুর মহানগরীর টঙ্গীতে আসন্ন নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে জোরদার অভিযানের অংশ হিসেবে একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ এক যুবককে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গত শনিবার দিবাগত গভীর রাতে টঙ্গী পূর্ব থানাধীন মরকুন পশ্চিমপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গ্রেফতার যুবকের নাম আব্দুল্লাহ আল মামুন ওরফে রতন (৩৩)। তিনি লালমনিরহাট জেলার সদর উপজেলার খোটামারা কোরামারি গ্রামের বাসিন্দা মৃত আবেদ আলীর ছেলে। বর্তমানে তিনি টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকায় মিরার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। অভিযানকালে মামুনকে আটক করার পর তার দেওয়া তথ্যে পূর্ব আরিচপুর এলাকায় সাবেক কাউন্সিলর শাহ আলম রিপনের বাড়ির ভাড়াটিয়া সুজনের কক্ষের সিলিং তল্লাশি চালানো হয়। সেখান থেকে একটি অত্যাধুনিক ইউএসএ ব্র্যান্ডের পিস্তল ও একটি সচল ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পিস্তলের বডিতে ‘গও৯১১ অও ট.ঝ অজগণ’ লেখা খোদাই করা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।