চুয়াডাঙ্গা সংবাদদাতা : এক সপ্তায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ভারত সীমান্ত থেকে ২১ লাখ ৩ হাজার ৩০০ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে। গত ৫ থেকে ১১ অক্টোবর পর্যন্ত অভিযান চলাকালীন দর্শনা আইসিপি, সুলতানপুর, বড়বলদিয়া, ফুলবাড়ী, ঠাকুরপুর, মুন্সীপুর, হুদাপাড়া, আনন্দবাস, মুজিবনগর, নাজিরাকোনা, বাজিতপুর ও ঝাঁঝাডাঙ্গা বিওপি এলাকার সীমান্তে নিয়মিত টহল ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী রবিবার (১২ অক্টোবর) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্ত সুরক্ষায় নিয়োজিত ৬ বিজিবি ব্যাটালিয়ন সম্প্রতি পরিচালিত একাধিক সফল অভিযানে তাদের পেশাদারিত্ব ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা দেখিয়েছে।
ঈদগাঁও কক্সবাজার
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে অভিযান চালিয়ে অস্ত্র ও তাজা বুলেট উদ্ধার করেছে র্যাব । শনিবার রাতে খুরুশকুলের ৫নং ওয়ার্ডের জানার পাড়ায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
র্যাব- ১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানার পাড়ার জাকের চৌধুরীর পরিত্যক্ত বাড়ীতে অভিযান চালিয়ে ২টি দেশীয় তৈরি এলজি, ১০ রাউন্ড তাজা গুলি, ৫টি শর্ট গানের তাজা সিসা কার্তুজ ও ২টি বাট যুক্ত ছুরি উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি । উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ঝিনাইদহ
ঝিনাইদহের মহেশপুরে সীমান্ত এলাকায় বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ উদ্ধার ও পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবি। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ অক্টোবর রাতে সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৫৯/১-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সামন্তা চারাতলাপাড়া গ্রাম সংলগ্ন এলাকা থেকে হাবিলদার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামীবিহীন ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন বিকেলে কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় হাবিলদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে নিয়মিত টহল চলাকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় এক নারী ও দুই শিশুসহ তিন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।
আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘিতে চুরি যাওয়া মোটরসাইকেল ২ ঘন্টা পর উদ্ধারসহ রাশেদ ওরফে রুবেল (২৬) নামের চোচক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শনিবার (১১ অক্টোবর) বিকেল ৫ টায় দুপচাঁচিয়া উপজেলার আলতাফন নগর বাজার এলাকা থেকে উদ্ধার ও তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাশেদ ওরফে রুবেল জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আবাদপুর গ্রামের আশরাফ আলীর ছেলে।
এদিকে আদমদীঘির সান্তাহারে চোরাই সোনার আংটিসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (১২ অক্টোবর) সকালে সান্তাহার রেলগে এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তরকৃতরা হলো, সান্তাহার হাসপাতাল কলোনী চা-বাগান এলাকারসাদ্দাম হোসেনের ছেলে সোহাগ হোসেন (১৯) দমদমা দক্ষিণপাড়ার নুরুল ইসলাম নুরুর ছেলে মুনজুরুল ইসলাম মজনু (৩৭)।
হাটহাজারী (চট্টগ্রাম) : হাটহাজারী মডেল থানা পুলিশের আভিযানিক দল গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১১ জনকে গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা যায়, ছিপাতলী ইউনিয়নের গুরা হাজি বাড়ীর পাশে নূর মোহাম্মদ সড়কের পাশে রাস্তার উপর থেকে যাত্রী সেজে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা করার সময় তিনজন ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়। এ সময় ছিনতাইয়ের উদ্দেশ্যে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়।
তালা (সাতক্ষীরা) : সাতক্ষীরার তালায় সোনা ও হুন্ডি ব্যবসার টাকা ভাগাভাগির দ্বন্দ্বে অমল রায় ওরফে ছোট খোকন কে হত্যার চেষ্টা করা হয়েছে। সে উথালী গ্রামের মৃত্যু অমল কৃষ্ট রায়ের পুত্র। এই ঘটনায় এলাকাবাসির সহযোগীতায় ৩ জনকে আটক করে জেলহাজতে প্রেরন করেছে তালা থানার পুলিশ।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ অক্টোবর সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : ‘মাদকমুক্ত ও পতিতাবৃত্তি মুক্ত এলাকা চাই’ এই স্লোগানকে সামনে রেখে এলাকায় মাদকদ্রব্য ও পতিতালয় পরিচালনাকারী সুন্দরীকে উচ্ছেদ ও আইনী শাস্তির দাবীতে মানববন্ধন করেছে সচেতন এলাকাবাসী। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড দিঘীপাড়া মহল্লায় পতিতা পরিচালনাকারী সুন্দরীর বাড়িতে দীর্ঘদিন ধরে চলছে মাদক বিক্রয় ও অসামাজিক কাজকর্ম। ফলে এর প্রতিবাদে রবিবার বিকেল ৫ টায় রহনপুর রেল পুনর্ভবা মহানন্দা (পি.এম) কলেজ মোড়স্থ এলাকায় দিঘীপাড়া, বেগুনবাড়ি, লালকোপরা ও কলেজপাড়ার সচেতন এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম চৌধুরী, নিয়ামতপুর সরকারি কলেজের প্রভাষক মুকুল ও মোস্তাকিম আহমেদ লালচান। যুবদল নেতা মোস্তাফিজুর রহমান সাগর, নজরুল ইসলাম,সাদিকুল ইসলাম মিরু আজাহার মোন্না, পরেস কর্মকার, শামিমসহ স্থানীয় ব্যক্তিরা।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল সুন্দরীর বোন বেলনা (৩২) তার নিজ বাড়িতে পতিতা পল্লী খুলে বসেছিল। এলাকাবাসী দীর্ঘদিন যাবৎ বলার পরও তা বন্ধ না করার আগুন দিয়ে তার বাড়ি পুড়িয়ে দেয় এলাকাবাসী।