স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা গেছে। বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট আটজন প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন।

সহকারী রিটার্নিং অফিসার ও কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার, ডাঃ তামান্না তাসনীম-এর দপ্তর সূত্রে জানা গেছে, এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান ধানের শীষ প্রতীক নিয়ে, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মু. সালাউদ্দিন আইউবী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে, কমিউনিস্ট পার্টি মনোনীত মানবেন্দ্র দেব কাস্তে প্রতীক নিয়ে, আমজনতা পার্টি মনোনীত জাকির হোসেন প্রজাপতি প্রতীক নিয়ে, চরমোনাই মনোনীত কাজিম উদ্দিন হাতপাখা প্রতীক নিয়ে এবং জাতীয় পার্টি মনোনীত এনামুল কবির লাঙ্গল প্রতীক নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।

দপ্তর সূত্র আরও জানায়, সোমবার ২৯ ডিসেম্বর দুপুর ১২টা ৫০ মিনিটে বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। একই দিনে বিকাল ৩টায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মু. সালাউদ্দিন আইউবী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে আরও চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

এদিকে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত তিনি মনোনয়নপত্র দাখিল করেননি বলে নির্বাচন অফিস নিশ্চিত করেছে। পাশাপাশি গাজীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই আসন থেকে দুইজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন মেজর (অব.) মোহাম্মদ শফিউল্লাহ মিঠু ও ড. মোঃ আবুল হাসেম চৌধুরী।

মনোনয়নপত্র দাখিল শেষে প্রার্থীরা সবাই নিজ নিজ বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তারা প্রশাসনের কাছে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির প্রত্যাশা জানান এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চালানোর আগ্রহ প্রকাশ করেন।