টাংগাইল জেলা সংবাদদাতা: টাংগাইলে জুলাই শহীদদের প্রত্যেক পরিবারকে নগদ অর্থ উপহার প্রদান করেছেন টাংগাইল জেলা জামায়াতে ইসলামী।

শনিবার (২৯ মার্চ) জেলা জামায়াতের নিজস্ব কার্যালয়ে এ উপহার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান, শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, শহর শাখার সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, জেলা শূরা সদস্য আশিক মাহমুদ জাহাঙ্গীর, ৯ নং ওয়ার্ড সভাপতি সোহানুর রহমান শাহীন প্রমুখ।

উপহার প্রদান পূর্ব বক্তব্যে জেলা আমীর বলেন, শহীদেরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের জীবনের বিনিময়ে এ দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। সুতরাং শহীদদের পরিবারকে যথাযথ সম্মান ও সহযোগিতা করার দায়িত্ব সকলের।

তিনি সরকারসহ যথাযথ কর্তৃপক্ষের কাছে শহীদ পরিবারকে উপর্যুক্ত সম্মান ও সহযোগিতা করার আহবান জানান। এসময় টাংগাইল জেলা জামায়াতের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে নগদ দশ হাজার টাকা করে অর্থ উপহার প্রদান করা হয়।