আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাই উপজেলায় সিংসাড়া বাজার থেকে ইব্রাহিম নগর পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ দেওয়ান মহসিন আলী সড়ক নির্মাণের কিছুদিনের মধ্যেই ধসে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সরজমিনে দেখা গেছে, ওই সড়কের দুই তিন জায়গা ধসে গেছে। ঐতিহ্যবাহী উঁচাগর ঈদগাহ মাঠের পূর্ব পাশে বড় পুকুর তার সাইড দিয়ে সড়কটি। সাইড দিয়ে মাটি না দেওয়ায় সামান্য বৃষ্টিপাতেই মাটি ধসে সড়কটি ধসে গেছে। অল্প সময় পুরো রাস্তাটি ধসে যেতে পারে বলে শঙ্কা স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার এবং সঠিকভাবে রোলার দিয়ে কম্পেকশন না করার কারণে সামান্য বৃষ্টিতেই রাস্তাটির ধার ভেঙে যাচ্ছে। এতে পথচারী ও যানবাহন চালকরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। দ্রুত সংস্কার না হলে এই সড়ক দিয়ে যোগাযোগ প্রায় বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম জানান, বিষয়টি উপজেলা প্রকৌশলী দপ্তরে অবহিত করা হয়েছে এবং জরুরি ভিত্তিতে মেরামতের সুপারিশ করা হয়েছে।

উপজেলা প্রকৌশলী নীতিশ কুমার বলেন, আমরা সমস্যাটি সম্পর্কে অবগত আছি। খুব শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।