মোঃ আল আমিন, মাধবদী (নরসিংদী) সংবাদদাতা: একজন ভালো মানুষের মৃত্যুতে পুরো এলাকায় যেভাবে শোকের ছায়া নেমে আসে। মাধবদীর বিশিষ্ট ব্যবসায়ী আলগী মনোহরপুর ৭নং ওয়ার্ড নিবাসি “মোহাম্মদ সামসুদ্দীন আহমেদ (সুরুজ মিয়া)” দুপুর সোয়া ২টায় মৃত্যু’কে বরণ করে না ফেরার দেশে চলে গেলেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
তিনি মাধবদীর ঐতিহ্যবাহী সোনার বাংলা সমবায় কটন মিলস লিঃ এর প্রতিষ্ঠাকালীন সময়ে ক্যাশিয়ার পদে দীর্ঘদিন সুনামের সহিত সৎ ও নিষ্ঠার সাথে কাজ করে পদোন্নতি পেয়ে দীর্ঘদিন ম্যানেজারের পদে চাকুরী করেছেন। পরে অবসর-কালীন সময়ে মাধবদীর আলগীতে টেক্সটাইল মিল প্রতিষ্ঠা করে কাপড় উৎপাদন করে হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী। গত এক মাস আগে তিনি ব্রেনস্টোক করে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধিন অবস্থায় আজ দুপুরে ঢাকার একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন।
মৃত্যুর সময় তিনি ৩ ছেলে, ১ মেয়ে, স্ত্রী’সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি মাধবদীর বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী শাজাহান মোল্লা সাহেবের ভগ্নিপতি। মাধবদীর আলগী এলাকার আনোয়ার টেক্সটাইলের মালিক আনোয়ার হোসেন মরহুমের বড় ছেলে।