বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয়পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রংপুরে ৬ দফা দাবিতে রংপুর জেলা শাখার আয়োজনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

গতকাল মঙ্গলবার রংপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে সকালে ৩ ঘণ্টা এই অবস্থান কর্মসূচি পালন করেন।

নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান) সংযুক্ত. ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেল ১১তম গ্রেডে ‘উন্নীতকরণ এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক উচ্চতর গ্রেড নিশ্চিতকরণসহ

৬ দফা দাবি উত্থাপন করা হয়। দাবি বাস্তবায়ন না হলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধ থাকবে।

কর্মসূচিতে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক ও সাধারণ সম্পাদক রংপুর বিভাগ মাসুদার রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রংপুর জেলা সভাপতি শাহ্ মোহাম্মদ শামিম হোসেন, সাধারণ সম্পাদক আনিস রহমান প্রমুখ।