মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুর জেলা জামায়াতের সাবেক জেলা সেক্রেটারি ও ইসলামনগর আলিয়া মাদ্রাসার সাবেক সহকারি প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম (৬৫) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, ভোরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি স্ত্রী এক পুত্র ও কন্যা সন্তানসহ অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন। মরহুমের জানাযার নামায বাদ আছর আমঝুপি আলিম মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাযে ইমামতি করেন মেহেরপুর জেলা নায়েবে আমীর মহাবুব উল আলম। তার মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমীর মাওলানা তাজউদ্দিন খান গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকাহত পরিবারের প্রতি ধৈর্যধারণ ও মহান আল্লাহর কাছে তার রূহের মাগফিরাত কামনা করেন।