আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। প্রেসক্লাব যশোর মিলনায়তনে এ উপলক্ষে তিনি সোমবার (১০ সেপ্টেম্বর) সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
ডা. ফরিদ বলেন, মহান আল্লাহর সাহায্যে এবং জনগণের আস্থায় ঝিকরগাছা-চৌগাছাকে আধুনিক, সমৃদ্ধ, আলোকিত ও সন্ত্রাস-চাঁদাবাজ-মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যুব উন্নয়ন, ক্রীড়া ও সড়ক যোগাযোগের প্রতিটি খাতে উন্নয়ন নিশ্চিত করতে চাই। জনআস্থায় আধুনিক যশোর-২ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি জানান, তার জন্ম ১৯৬১ সালে যশোর শহরের খড়কি পীরবাড়িতে। পিতা একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ অধ্যাপক শরিফ হোসেন উপমহাদেশে পাঠাগার আন্দোলনের প্রবর্তক হিসেবে খ্যাতি অর্জন করেন। ডা. ফরিদ যশোর জিলা স্কুল ও ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সাথে পড়াশোনা শেষ করে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে লন্ডনের রয়েল কলেজ অব পেডিয়াট্রিকস অ্যান্ড চাইল্ড হেলথ থেকে উচ্চতর ডিগ্রি এবং এনএইচএস ইংল্যান্ড থেকে ঊীপবষষবহপব অধিৎফ লাভ করেন।
চিকিৎসা ও সামাজিক সেবায় দীর্ঘ অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, ঝিকরগাছা-চৌগাছার প্রতিটি ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রতিদিন হাজারো রোগী চিকিৎসা সেবা পাচ্ছেন। ফ্রি ওষুধ, চশমা ও প্রাায় ২০ হাজার অনুদিত কোরআন বিতরণ করা হয়েছে। ডেঙ্গু প্রাদুর্ভাবের সময় ইউনিয়নভিত্তিক মশক নিধন কর্মসূচিও বাস্তবায়িত হয়েছে।
এছাড়া তিনি আদ্-দ্বীন ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত থেকে স্বাস্থ্য শিক্ষা ও সেবার মানোন্নয়নে কাজ করছেন। চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করতে পদক্ষেপ নেন এবং বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসার ভবন নির্মাণে সরকারি ফান্ড এনেছেন। ডা. ফরিদ বলেন, গণমানুষের আস্থা অর্জন করতে পারলে ন্যায়-ইনসাফের ভিত্তিতে শান্তিপূর্ণ সমাজ গঠনে নিরলসভাবে কাজ করবো।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস,যশোর ২ আসনের নির্বাচন পরিচালক জয়নাল আবেদীন, চৌগাছা উপজেলা আমির মাওলানা গোলাম মোর্শেদ, ঝিকরগাছা উপজেলা আমির মাওলানা আব্দুল আলিম, চৌগাছা উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান আল মামুনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন ডা. ফরিদ।#