সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর উপজেলার কৈখালী সীমান্ত এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকটে থাকা মানুষের জন্য সুপেয় পানি প্রকল্প চালু করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কৈখালী এস.আর. মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্তের প্রহরী নয়, বরং মানুষের আস্থার প্রতীক হিসেবেও দায়িত্ব পালন করছে। লবণাক্ত এই উপকূলীয় অঞ্চলের মানুষের অন্যতম প্রধান সমস্যা সুপেয় পানি। এখানকার মানুষ এখনও অনিরাপদ পুকুর ও বৃষ্টির পানি পান করে। তাদের চাহিদার কথা মাথায় রেখে বিজিবির পক্ষ থেকে প্রায় ৫৬ লাখ টাকা ব্যয়ে এই মানবিক প্রকল্প গ্রহণ করা হয়েছে।” উল্লেখ্য, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে নিরাপদ পানির অভাব দীর্ঘদিনের। বিজিবির এই উদ্যোগে উপকৃত হবেন হাজারো স্থানীয় বাসিন্দা।
এ সময় বনদস্যু দমনে চলমান কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক বলেন, “সুন্দরবন সীমান্তে বনদস্যু নিয়ন্ত্রণে অভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। কোস্টগার্ডও সঙ্গে কাজ করছে। সম্মিলিতভাবে এই সমস্যা সমাধানে কাজ চলছে। তবে সুনির্দিষ্ট তথ্য থাকলে আরও কার্যকরভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব।” পানি প্রকল্প উদ্বোধন শেষে স্থানীয় শতাধিক মানুষকে খাদ্যসামগ্রী ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক সৈয়দ নওফেল মাহমুদ, সোহরাব হোসেন ভূঁইয়া, শরীফুল ইসলাম, নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার রাজীব, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনি খাতুন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্যা, কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।