নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালী জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ইসহাক খন্দকার ২৪ এর গণঅভ্যুত্থান এর শহীদ রিজভীর একমাত্র ছোট ভাই রিমনকে আওয়ামী কিশোর গ্যাং হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে আহত করার প্রতিবাদ ও নিন্দা জানান।
তিনি বলেন, তার উপরে হামলা ২৪ এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের উপর হামলার শামিল। এই হামলা অপশক্তির দুর্দান্ত দুঃসাহসিক অপকর্ম। আমরা এহেন ঘৃণ্য কাজের নিন্দা জানাই এবং দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর নিকট উদাত্ত আহ্বান জানাই।