রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের গাংহাটি গ্রামে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দাদের সাথে গতকাল বুধবার বিকেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একসময় তারা ফুল দিয়ে বরণ করে নিয়েছেন দাঁড়িপাল্লার কান্ডারী, রাজশাহী-১ আসন (তানোর-গোদাগাড়ী) থেকে এমপি পদপ্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানকে।এ সময় গ্রামবাসীরা অধ্যাপক মুজিবুর রহমানের প্রতি আন্তরিক ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেন। ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁকে স্বাগত জানানো হয় এবং এলাকার সার্বিক উন্নয়ন ও সম্প্রীতির রাজনীতির প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অধ্যাপক মুজিবুর রহমান উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই একটি ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী সমাজ গড়ে তুলতে চাই।” তিনি আরও বলেন, তানোর-গোদাগাড়ীর মানুষের অধিকার ও উন্নয়নের প্রশ্নে তিনি সবসময় পাশে থাকবেন। তিনি অঙ্গীকার ব্যক্ত করেন, তিনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে ধর্মের নামে কোন বৈষম্য করা হবে না। জামায়াতে ইসলামী কোনো ধর্মের বিরুদ্ধে নয় তাই আদর্শিক দায়বদ্ধতা থেকেই জামায়াত সারা দেশে ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় ও ঘরবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছে ও সামনে করবে বলে উল্লেখ করেন।

তিনি সবার নিকট দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আগামীর সম্প্রীতির বাংলাদেশ গঠনে সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ড. মোঃ ওবায়দুল্লাহ, উপজেলা নায়বে আমীর মাওলানা আনিসুর রহমান, বাবু রবিইন্দ্রনাথ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।