দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্তে মাদক পাচারের টাকা চাওয়ায় জনি (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ মাদক চোরাকারবারীরা। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া সীমান্ত এলাকায় তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। নিহত মাদক পাচারকারী যুবক জনি একই ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে এবং সীমান্তের মোহন হত্যা মামলার পলাতক আসামী।

হত্যাকান্ডের বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় জনি নামে এক যুবককে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ মুহুর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব না। সেখানে আমাদের টিম কাজ করছে। তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের আইনে আওতায় আনা হবে।