হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারীতে হালদা নদী থেকে অবৈধভাবে বাল্কহেড ও ইঞ্জিনচালিত ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে তিনজনকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট। জরিমানা পরিশোধ না করলে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- ভোগ করতে হবে।

গত সোমবার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শওকত আলী, নৌ–পুলিশ এবং হালদা নদীর পাহারাদাররা অংশ নেন। অভিযান চলাকালে অবৈধভাবে চলা ড্রেজার ও বাল্কহেডের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

প্রশাসনের কর্মকর্তারা বলেন, হালদা নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে চলবে।