গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার বুধবার (১৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। জিএমপি সদরদপ্তরে যোগদানের সময় জিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জাহিদুল হাসান তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

নবাগত কমিশনারকে স্বাগত জানানোর জন্য জিএমপি'র একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে। পরবর্তীতে তিনি জিএমপি'র বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন, যেখানে শহরের আইনশৃঙ্খলা, জননিরাপত্তা, অগ্নিসন্ত্রাস প্রতিরোধ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল স্তরের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নবাগত কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার পুলিশের কাজকে আরও গতিশীল ও কার্যকর করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং শহরের জননিরাপত্তা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, নবাগত কমিশনারকে গত ১৬ নভেম্বর ২০২৫ খ্রিঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার প্রজ্ঞাপনের মাধ্যমে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়।