বাগেরহাটের মোরেলগঞ্জে জমি দখল করতে গিয়ে এক কৃষকের ২৫০টি ফলন্ত গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শনিবার সকালে ভূক্তভোগী সুলতান মাহমুদ হাওলাদার বাদী হয়ে মামুন ফকিরসহ ৭ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, বলইবুনিয়া ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের কৃষক সুলতান মাহমুদ হাওলাদার বসতবাড়ির জমি দখলের চেষ্টায় পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার সকালে একই এলাকার দোনা গ্রামের মামুন ফকিরের নেতৃত্বে ১৪/১৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে জোরপূর্বক তার বাগানবাড়ি থেকে প্রায় দুই শতাধিক ফলন্ত সুপারি, নারিকেল, ছবেদা, কাঠাল, চম্বল, আম,লেবু গাছ সহ বিভিন্ন প্রজাতি আড়াইশ’ গাছ কেটে নিয়ে যায়। এ সময় ওই কৃষক সুলতান মাহমুদ হাওলাদার বাঁধা দিলে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রাথমিক চিকিৎসায় পাঠান।
আহত সুলতান মাহমুদ হাওলাদার বলেন, ১৯৮৯ সাল থেকে পৈত্রিক পাওয়া ১ বিঘা জমিতে বসতবাড়ি করে শান্তিপ্রিয়ভাবে বসবাস করে আসছি। হঠাৎ করে একই বংসের এমরান, জামিল হাওলাদার ও ছালাম হাওলাদার আমার জমিতে বিরোধ সৃষ্টি করে তার ফুফাতো ভাই মামুনকে নিয়ে এ হামলা চালায় আমার বসতবাড়িতে। আমি এ হামলার ন্যায় বিচার চাই।
এ বিষয়ে মামুন ফকির তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, সুলতান মাহমুদ হাওলাদার ও সালাম হাওলাদার দুই জনই আমার মামা। সালাম হাওলাদারের ছেলেরা তাদের জমির গাছ তারা কেটেছে। উল্টো সুলতান মাহমুদ বসতবাড়ির জমি বেশী দখল করে রেখেছে। এ সর্ম্পকে থানা ওসি মো. রাকিবুল হাসান বলেন, বলইবুনিয়া ইউনিয়নে গাছ কাটার বিষয়ে অভিযোগ হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।