শরীয়তপুর সংবাদদাতা : পদ্মা সেতুর জাজিরা প্রান্তে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে দুই আরোহী নিহত হয়েছে। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মাসেতু দক্ষিণ টোলপ্লাজা সংলগ্ন নাওডোবা এলাকায় এই মর্মান্তি এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকার মো: গোলাম কিবরিয়ার ছেলে মোহাম্মদ আলী অন্তু (৩২) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ গোয়ালিয়া সন্যাসী এলাকার ইউসুব আলীর ছেলে সুজন (৩৯)।

পদ্মাসেতু দক্ষিন থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে একটি মোটরসাইকেল জাজিরা পদ্মা সেতু সার্ভিস এরিয়া-২ এলাকা থেকে এক্সপ্রেসওয়েতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে সাইকেলে থাকা দুই জন দুই দিকে সিটকে পড়ে যায়। এতে ঘটনা স্থলেই দুই জনের মৃত্যু হয়।

এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শিবচর হাইওয়ে থানায় হস্তান্তর করি। তারা এসে মরদেহ নিয়ে সকল প্রকার আইনী ব্যবস্থা গ্রহণ করেছেন। আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি মোটরসাইকেলটি হাইওয়ে ওঠার সময় সেতু পার হয়ে আসা দ্রুতগামী বাস সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে এই দুর্ঘটনার কবলে পড়েছে।