মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুর সদর উপজেলা বাড়া ইউনিয়নের জামায়াতের নির্বাচনী গণ সংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত ২ ডিসেম্বর বাড়াদী ইউনিয়নে সিংহাটি গ্রামে জামায়াতের নির্বাচনী গণসংযোগে নেতৃত্ব ও বক্তব্য দিয়েছেন মেহেরপুর-মুজিবনগর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দিন খান। বিশেষ অতিথি মেহেরপুর সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা,। সদর উপজেলা সেক্রেটারিও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার জাবারুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা সূরা ও কর্ম পরিষদের সদস্য সাবেক ইউপি মেম্বার জাবারুল ইসলাম , অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাড়াদী ইউনিয়নের আমীর মাওলানা আসাদুজ্জামান, অনুষ্ঠান পরিচালনা করেন বাড়াদী ইউনিয়নের সেক্রেটারি আব্দুর রাজ্জাক। এ সময় বাড়াদী ইউনিয়নের ইউনিয়নের জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্য মাওলানা প্রধান অতিথি বলেন আগামী নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দিন খান কে দাঁড়িপাল্লা মার্কা ভোটের মধ্যে দিয়ে মেহেরপুর ১ আসন থেকে সংসদ সদস্য হিসাবে আমরা সংসদে পাঠাতে চাই ইনশাআল্লাহ দোয়া করবেন। ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা আমরা অঙ্গীকারবদ্ধ ।