চাঁদপুর সংবাদদাতা : আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ চাঁদপুরের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ জুন রবিবার সকালে প্রধান ক্যাম্পাস ও দুপুরে ছাত্রী শাখার ক্যাম্পাসে পৃথক পৃথক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সম্মতি ছিল কলেজের গভনিং বডির সম্মানিত সদস্য ও চাঁদপুর সদর-হাইমচর আসনের এমপি পদপ্রার্থী এডভোকেট মো, শাহজাহান মিয়া। আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও অধ্যাপক মোস্তাফা স্যারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ রুহুল আমিন। আরো বক্তব্য রাখেন বিজ্ঞান বিভাগের পক্ষে অধ্যাপক মাহবুবুর রহমান পাটওয়ারী, অধ্যাপক মো: শাহ আলম, ব্যবসা শিক্ষা শাখার জুনায়েদ হোসেন তারেক, বিএম শাখার শিক্ষক আনোয়ার হোসেন, আল আমিন একাডেমীর প্রাইমারি শাখার ইনচার্জ আব্দুল হামিদ মিয়াজী। উভয় ক্যাম্পাসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল ও কলেজের শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।