‘‘সবুজে থাকি, সবুজে বাঁচি, তারণ্যেরই স্বপ্ন বুনি’’এই অঙ্গীকারকে সামনে রেখে গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর সদর দপ্তরে সোমবার (২১ জুলাই ) অনুষ্ঠিত হলো ফলদ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি। তারুণ্য উৎসবের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা ও সবুজ অভিযাত্রার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা), ড. মুন্নুজান খানম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশে যে সংকট তৈরি হচ্ছে, তা থেকে উত্তরণে বৃক্ষরোপণ একটি সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ। বৃক্ষ শুধু সৌন্দর্য নয়, এটি পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখে কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে, অক্সিজেন সরবরাহ করে এবং জীববৈচিত্র্র্য রক্ষায় সহায়ক হয়।” তিনি আরও বলেন, “আমরা যদি সকলে মিলে এক একটি বৃক্ষ রোপণ করি, তবে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে পারে। প্রকৃতি ও মানুষের টেকসই সহাবস্থানের জন্য এ ধরনের উদ্যোগকে নিয়মিত করে তোলা প্রয়োজন।” কর্মসূচিতে ব্রির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শাখা প্রধান, বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক প্রতিনিধি এবং ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয় ও বিআরআরআই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মাঝে ফলদ ও ঔষধি চারা বিতরণ করা হয়, যা তারা নিজেদের আঙিনা, বিদ্যালয় বা পাড়া-মহল্লায় রোপণ করবেন। এই আয়োজনের মাধ্যমে ব্রি কেবল একটি প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং একটি সচেতন নাগরিক দায়িত্ব পালনকারী প্ল্যাটফর্ম হিসেবেও নিজের অবস্থান সুদৃঢ় করেছে। সবুজ অভিযাত্রার এ প্রয়াস নতুন প্রজন্মকে পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পথকে আরও মজবুত করল।