মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা : মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পশ্চিম দেবাঙ্গাপাড়া এলাকায় মহেশখালী থানার পুলিশ অভিযান চালিয়ে ১৫০ লিটার মাদক সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হকের দিকনির্দেশনায় এসআই লিংকন এর নেতৃত্বে সঙ্গীয় ফোসসহ পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম দেবাঙ্গাপাড়ায় অভিযান পরিচালনা করেন। এসময় ১৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ পশ্চিম দেবাঙ্গাপাড়ার বাসিন্দা মৃত্যু আবুল সামার পুত্র আনোয়া হোসেন (৫০)কে গ্রেফতার করেছে। এব্যাপারে মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক বলেন, বড় মহেশখালী ইউনিয়নের পশ্চিম দেবেঙ্গাপাড়া থেকে মাদক সহ আনোয়ার হোসেন কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।