গ্রাম-গঞ্জ-শহর
কুমিল্লায় দক্ষিণ জেলা জামায়াতের ইফতার মাহফিল
রমযান মাসেও দেশের সীমান্তে মুসলমানরা গুলীর আতঙ্কে আছে - ডা.তাহের
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, পবিত্র রমযান মাসেও বাংলাদেশের বর্ডারে মুসলমানরা গুলীর আতঙ্কে আছে।
Printed Edition

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, পবিত্র রমযান মাসেও বাংলাদেশের বর্ডারে মুসলমানরা গুলীর আতঙ্কে আছে।
কখন যে ভারতের গুলী বাংলাদেশে মুসলমানদের বুকে এসে পড়ে। অতীতের সরকারগুলোর নতজানু পররাষ্ট্রনীতির কারণে এসব সম্ভব হয়েছে। আশা করি বর্তমান সরকার তার মেরুদ- শক্ত করে সঠিকভাবে মোকাবেলা করবে। সীমান্তে আমাদের লোক হত্যা হলে তার প্রতিশোধ নিতে হবে সরকারকে।
তিনি সরকারের প্রতি পবিত্র মাহে রমযানে ইফতার ও খাদ্য সামগ্রী ন্যায্যমূল্যে জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
গতকাল বুধবার বিকাল ৫টায় কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেটের সভাপতিত্বে ডা.তাহের আরো বলেন, মাহে রমযানের শিক্ষাকে কাজে লাগিয়ে নিজেদের ব্যক্তিগত আমলকে আরো সুন্দর করতে হবে। জেলার প্রতিটি পাড়া মহল্লায় ইসলামের সুমহান বানী পৌঁছে দিতে হবে। সাধারণ মানুষের বিপদে আপদে পাশে থাকতে হবে। কুরআনের সমাজ কায়েমের জন্য কাজ করতে হবে।
ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক দক্ষিণ জেলা আমীর আব্দুস সাত্তার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি,মাহফুজুর রহমান, জেলা সেক্রেটারি ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকি, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক শফিকুল আলম হেলাল, মিজানুর রহমান, মাওলানা ইব্রাহীম, বেলাল হোসাইন, ছাত্রশিবিরের কুমিল্লা জেলা দক্ষিণ সভাপতি মহিউদ্দিন রনি, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ।