মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের মিরসরাইয়ে রসের জন্য খেজুর গাছ কাটতে গিয়ে পুকুরে পড়ে এক শিবির নেতার মৃত্যু হয়েছে। নিহত সাইফুল্লাহ মনোয়ার (১৬) কাটাছরা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের মুফতি মাওলানা নূরুছসালামের ছেলে। তিনি ওই উনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্র শিবিরের বাইতুলমাল সম্পাদক ও সুফিয়া নূরীয়া ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার কাটাছরা ইউনিয়নের বামনসুন্দর এলাকায় এই ঘটনা ঘটে। খাজুর গাছ কাটার সময় রশি ছিড়ে পনিতে পড়ে গেলে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সাইফুল্লাহ মনোয়ার বাড়ির পাশে একটি খেজুর গাছে উঠেন। অসাবধানতাবশত খেজুর গাছ থেকে পা ছিটকে পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর দুপুর ১ টার দিকে তাকে পুকুর থেকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যোগাযোগ করা হলে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’