যশোর সংবাদদাতা : বাগেরহাটের রামপাল থেকে যশোরে হাই ভোল্টেজ বৈদ্যুতিক সঞ্চালন লাইন বসানোর উদ্যোগের প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জুন ২০২৫) দুপুর ১২টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত যশোর শহরের শংকরপুর বটতলা এলাকায় এই কর্মসূচির আয়োজন করে বেলেঘাটা (মেডিকেল কলেজ পাড়া) ভূমি রক্ষা সংগ্রাম কমিটি।
কমিটির আহ্বায়ক তরিকুল ইসলামের নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে ৪০-৫০ জন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দা অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর জেলা ওয়ার্কার্স পার্টির নেতা ও ভূমি রক্ষা সংগ্রাম কমিটির সদস্য জিল্লুর রহমান ভিটু, তোতা, রফিকুল ইসলাম, শুকুর আলী, মোহাম্মদ ফজলুর রহমান, মোহাম্মদ আলমগীর হোসেন, মোহাম্মদ কামরুল হোসেন, মোঃ জালাল হোসেন ও হাফিজুর রহমানসহ আরও অনেকে। বক্তারা বলেন, সরকার যদি কোনো জমি অধিগ্রহণ বা প্রকল্প বাস্তবায়ন করতে চায়, তাহলে অবশ্যই ক্ষতিগ্রস্তদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এবং ন্যায্য ক্ষতিপূরণ দিয়ে তা করতে হবে। বিকল্প ব্যবস্থা ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানকে কোনো জমি অধিগ্রহণের সুযোগ দেওয়া হবে না। তারা আরও জানান, এই দাবির প্রেক্ষিতে আগামী ২ জুলাই জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হবে।