দিনাজপুর অফিস/ ঠাকুরগাঁও সংবাদদাতা : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঠাকুরগাঁও হিসাবরক্ষণ অফিসের ৩ কর্মকর্তাসহ ৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের ২৮ মাইল নামক স্থানে বাবলু ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- ঠাকুরগাঁও জেলা হিসাবরক্ষণ অফিসের ডিওপো সুপার ঠাকুরগাঁও রোড মুন্সিরহাট এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন (৪৮), একই অফিসের ডিওপো জুলফিকার আলী ভুট্টু (৪৫), পীরগঞ্জ হিসাবরক্ষন অফিসের অডিটর রাণীশংকৈল উপজেলার হলদিবাড়ী গ্রামের বাসিন্দা ইমরুল হাসান (৪০) এবং ঠাকুরগাঁও রোড এলাকার বাসিন্দা মাইক্রোচালক আরিফুল ইসলাম মানিক (৩৫)।
গ্রাম-গঞ্জ-শহর
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় হিসাব রক্ষণ অফিসের ৩ কর্মকর্তাসহ ৪ জন নিহত
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঠাকুরগাঁও হিসাবরক্ষণ অফিসের ৩ কর্মকর্তাসহ ৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।