গাজীপুর-৬ (টঙ্গী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. হাফিজুর রহমান বলেন, প্রাণের প্রতিষ্ঠান তা‘মীরুল মিল্লাত আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। এখানকার ওস্তাজদের দোয়া, পরামর্শ ও ভালোবাসাই আমার রাজনৈতিক জীবনের পাথেয়। আমি চাই টঙ্গী-গাছা-পূবাইল হোক একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য জনপদ—যেখানে শিক্ষার আলো, ন্যায় ও সুশাসনের চর্চা হবে সর্বত্র।

রবিবার তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী-এর সম্মানিত শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ড. হাফিজ আরও বলেন, শিক্ষকরা সমাজের আলোকবর্তিকা। তারা শুধু পাঠদান করেন না, প্রজন্মের বিবেক গড়ে তোলেন। আমার ওস্তাজদের স্নেহ ও দোয়া আজও আমাকে ন্যায়ের পথে দৃঢ় রাখে। আমি যদি জনগণের সেবা করার সুযোগ পাই, তাহলে শিক্ষা, নৈতিকতা ও সুশাসনের ভিত্তিতে টঙ্গীকে একটি আদর্শ নগরী হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ।

সভায় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও নির্বাচন পরিচালক আজহারুল ইসলাম মোল্লা, টঙ্গী পশ্চিম থানা জামায়াতের আমির মাওলানা নজরুল ইসলাম, এবং টঙ্গী ছাত্রকল্যাণ পরিষদ (টাকসু)-এর নেতৃবৃন্দসহ স্থানীয় শিক্ষক, সমাজকর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।

একইদিন বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গী পশ্চিম থানা ৫৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে একটি নির্বাচনী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. হাফিজুর রহমান বলেন, দাঁড়িপাল্লা বিজয় মানেই ন্যায়, সেবা ও পরিবর্তনের জয়। টঙ্গী, গাছা ও পূবাইল হবে পরিচ্ছন্ন নগরী, দুর্নীতিমুক্ত প্রশাসন ও জনসেবামুখী রাজনীতির মডেল—ইনশাআল্লাহ।

সমাবেশে স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণে উচ্ছ্বাস দেখা যায়। উপস্থিত বক্তারা বলেন, টঙ্গীর মানুষ পরিবর্তনের জোয়ারে বিশ্বাসী, তারা ড. হাফিজুর রহমানের নেতৃত্বে ন্যায়ের রাজনীতির পথে এগিয়ে যাচ্ছে।