জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য ও সাবেক অফিস সম্পাদক আবু বকর ছিদ্দিক গতকাল শুক্রবার দুপুর একটার দিকে ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক প্যারেড মাঠে তার নামাযে জানাযা অনুষ্ঠিত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ তিনি অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে মরহুম আবু বকর ছিদ্দিকের ইন্তিকালে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম। সংবাদপত্রে প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, ‘আমি চট্টগ্রাম মহানগরীতে জামায়াতে ইসলামীর দায়িত্ব পালনকালে আবু বকর ভাইকে খুব কাছ থেকে দেখেছি। তিনি অত্যন্ত নিষ্ঠাবান মানুষ ছিলেন। শত অত্যাচার-নির্যাতনেও তিনি ইসলামী আদর্শ ও আন্দোলন থেকে দূরে সরেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তার এই গোলামকে ক্ষমা করুন, তার ওপর রহম করুন এবং তাকে সম্মানিত করে জান্নাতের উঁচু মাকাম দান করে অপরিসীম নিয়ামতে সিক্ত করুন। তার পরিবার-পরিজন, শুভাকাক্সক্ষী এবং সর্ব পর্যায়ের সহকর্মীদেরকে আল্লাহ রাব্বুল আলামীন সবরে জামিল দান করুন।’