বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান ও জামায়াত নেতৃবৃন্দ ২২ শে জুলাই সোমবার বিকেলে রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের মোক্তার পাড়া গ্রামে প্রবীন রুকন মরহুম শাহ্ আলমের কবর জিয়ারত করেন।

কবর জিয়ারতকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারী জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল টিম পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর মহানগরী শাখার আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর জেলা আমীর অধ্যাপক মুহাম্মদ গোলাম রব্বানী, মহানগর সেক্রেটারী কে এম আনোয়ারুল হক কাজল, জেলা সেক্রেটারী মাওলানা মুহাম্মদ এনামুল হক, মহানগর কর্মপরিষদ সদস্য ও মানব সম্পদ বিভাগের পরিচালক আব্দুস সাত্তার শাহ্ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রংপুর মহানগরীরর পেশাজীবি সাংগঠনিক থানা-২ এর ডিপ্লোমা কৃষিবিদ ফোরামের ওর্য়াড সভাপতি প্রবীন রুকন মরহুম শাহ্ আলম গত ১৯শে জুলাই ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশে যোগদিতে গিয়ে সোহরাওর্য়াদী উদ্যানে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।