বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নোয়াখালী জেলার উদ্যোগে, ১০০% উৎসব ভাতা ৫০% বাড়ি ভাড়ার দাবিতে এক বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্প্রতি থেকে জেলা শহর মাইজদীর মফিজ প্লাজা থেকে মিছিলটি শুরু হয়ে থানার সামনে হয়ে জামে মসজিদ মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জেলা সভাপতি অধ্যাপক শেখ শাহাবুদ্দিনের নেতৃত্বে উক্ত মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক মুস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন সদর উপজেলা সভাপতি অধ্যক্ষ কাজী নুরুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষক নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে অবিলম্বে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। বিশেষ করে শিক্ষকদের ১০০% উৎসব ভাতা ও ৫০% বাড়ি ভাড়া প্রধানের মাধ্যমে শিক্ষাকে জাতীয়করণ সহ শিক্ষা ব্যবস্থার সকল বৈষম্য অনতিবিলম্বে দূর করার জন্য শিক্ষা মন্ত্রণালয়, অধিদপ্তর এবং অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।