গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে মইদুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মইদুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত নজির সরদারের ছেলে। নিহত ব্যক্তির নামে বিভিন্ন থানায় মাদক কারবারী হিসেবে একাধিক মামলা রয়েছে।এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন একই ইউনিয়নের ক্রোড়গাছা গ্রামের শামছুল ইসলামের ছেলে বেলাল (৪২) এবং সন্তোষ (৪৫)। আটককৃতদের বিরুদ্ধেও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।