জামালপুরে ভুল চিকিৎসায় লিপি বেগম (৩৫) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার রাত ৯ টার দিকে জামালপুর সদরের নান্দিনা স্টেশন রোড তালুকদার ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটালে ভাঙচুর চালিয়েছে এলাকাবাসী ও নিহতের স্বজনরা।

নিহত লিপি শ্রীপুর ভালুকা বাজার পূর্ব পাড়া গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী। এ ঘটনার পর হাসপাতাল থেকে চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তারা পালিয়ে গেছে।

অন্য দিকে হাসপাতালের ডাঃ নাইম তালুকদারকে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধরা। খবর পেয়ে জামালপুর সদর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এসময় বিক্ষুব্ধ জনতা ও নিহতের স্বজনরা তদন্ত কমিটি করে দ্রুত বিচারের দাবী জানান।