মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা : ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নে ৫০টি জেলে গ্রুপের মাঝে ৫০টি বৈধ মাছ ধরার জাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সকালে জেলেদের হাতে এসব জাল তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস।
বক্তারা বলেন, ইলিশ সম্পদ সংরক্ষণ ও জাটকা নিধন বন্ধে সরকার নির্ধারিত বৈধ জাল ব্যবহারের কোনো বিকল্প নেই। অবৈধ জাল ব্যবহার বন্ধের মাধ্যমে টেকসই মৎস্য ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব। এ ধরনের উদ্যোগ জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ইলিশ উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।