সম্প্রতি বাংলা ভিশন অনলাইন ও জনমত বিডি সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে ‘শিবগঞ্জে জামায়াত-শিবিরের নির্মমতা’ মর্মে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, শিবগঞ্জ উপজেলা শাখা। গতকাল শনিবার এক যৌথ প্রতিবাদ বিবৃতিতে শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো: সাদিকুল ইসলাম ও সেক্রেটারি মো: বাবুল ইসলাম জানান, গত ২৪ ডিসেম্বর রাতে উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর ঘাট এলাকায় সিজু নামীয় এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার ঘটনায় জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে বাংলা ভিশন অনলাইন ও জনমত বিডি সহ কয়েকটি সংবাদ মাধ্যমে “শিবগঞ্জে জামায়াত-শিবিরের নির্মমতা” মর্মে একটি সংবাদ প্রকাশিত হয়েছে যেটি আমাদের নজরে এসেছে। জামায়াত ও শিবিরকে জড়িয়ে আমরা এই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। স্থানীয় সূত্রে জানা যায়, আহত সিজু একজন চিহ্নিত ছিনতাইকারী, চাঁদাবাজ ও ডাকাত । ইতিমধ্যেই তার অপকর্মে অতিষ্ঠ বেশ কিছু ব্যক্তি মানববন্ধন করে তা থেকে মুক্তি দাবী ও তার বিচার দাবী করেছে। এই অনাকাঙ্খিত ঘটনা তার ব্যক্তিগত অপকর্মেরই প্রতিফল কিনা তা খতিয়ে দেখা উচিত । তাছাড়া সংবাদে ‘চাঁদা না পেয়ে হামলা করা হয়েছে’ এমন উদ্ভট কথাও লিখা হয়েছে যা সম্পূর্ণ হাস্যকর । কেননা জামায়াত-শিবিরের সাথে চাঁদাবাজির দূরতম কোন সম্পর্ক নেই সেটি দেশবাসী ভালোভাবেই জানে। বরং আহত সিজু নিজেই একজন চিহ্নিত চাঁদাবাজ যার স্বপক্ষে ভুক্তভোগীরা নিজেরা মানববন্ধনে বক্তব্য দিয়েছে। তারপরেও আইন নিজের হাতে তুলে নেয়া কখনোই সমীচীন নয়, অতএব উক্ত ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শাস্তির দাবী জানাচ্ছি। নেতৃদ্বয় বলতে চাই, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে শিবগঞ্জ উপজেলাবাসী জামায়াতে ইসলামীর পক্ষে যে জনমত গড়ে উঠেছে এতে ঈর্ষান্বিত হয়ে একটা মহল জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপতথ্য ছড়ানোর চেষ্টা করছে এটি তারই অংশ। আমরা সকল সংবাদমাধ্যম ও সাংবাদিকদের কোন তথ্যের সত্যতা যাচাই না করে এমন অসত্য সংবাদ প্রকাশ না করার এবং তথ্য সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে আরো সচেতনতা অবলম্বনের আহ্বান জানায়। প্রেস বিজ্ঞপ্তি।