পবিত্র কুরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন, শান্তির প্রতীক পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন ও আলোচনা সভার মধ্যদিয়ে গতকাল ১৪৩ তম খুলনা দিবস পালিত হয়েছে। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে এ সব কর্মসূচি পালন করা হয়। গতকাল শুক্রবার সকাল ১০টায় নগরীর শিববাড়ি মোড়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ফিরোজ সরকার। দুপুরে কেডিএ কমিউনিটি সেন্টারে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ, রাজনীতিক, উন্নয়নকর্মী, সাংবাদিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্ত অংশ নেন।

সকাল ১০ টায় উদ্বোধনী অনুষ্ঠানের পর বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় পালকি, ঘোড়ার গাড়ি, সাইকেলিং, আদিম মানুষ, জেলে, রোভার স্কাউট, গার্লস গাইড, ব্যান্ড পার্টি অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান। সংগঠনের এর মহাসচিব এডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ এর পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এডভোকেট এস এম শফিকুল আলম মনা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা জেলা বিএনপি’র আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, মহানগরীর বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন, মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক, খুলনা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক এডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু, সদস্য সচিব এডভোকেট শেখ নুরুল হাসান রুবা, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ মাজহারুল হান্নান, বিএনপি নেত্রী অধ্যক্ষ রেহানা আক্তার, প্রকৌশলী আজাদুল হক, এডভোকেট কুদরত ই খুদা, আয়কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট খান মনিরুজ্জামান, সিপিবি নেতা এস, এ রশীদ, ওয়ার্কার্স পার্টির নেতা এডভোকেট মিনা মিজানুর রহমান, শেখ মফিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগরী সহ-সভাপতি মাওলানা শেখ মো. নাসির উদ্দিন, গণসংহতি আন্দোলন নেতা মুনির চৌধুরী সোহেল, নাগরিক সমাজের এডভোকেট বাবুল হাওলাদার, বৃহত্তর আমরা খুলনাবাসীর ডা. নাসির উদ্দিন, নজরুল গবেষক কবি সৈয়দ আলী হাকিম, দৈনিক সময়ের খবর সম্পাদক তরিকুল ইসলাম, মো. নিজাম উর রহমান লালু, মিনা আজিজুর রহমান, শাহীন জামাল পন, অধ্যাপক মো. আবুল বাশার, মিজানুর রহমান বাবু, অধ্যাপক মো. আযম খান, মামনুরা জাকির খুকুমনি, মো. খলিলুর রহমান, এইচ এম আলাউদ্দিন, জামায়াত নেতা অধ্যাপক নজিবুর রহমান, এডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম ফারাজী, ছাত্রশিবিরের মহানগরী সেক্রেটারি রাকিব হাসান, দৌলতপুর থানা আমীর মুশাররফ আনসারী প্রমুখ। এছাড়া সন্ধ্যায় নগরীর শিববাড়ি মোড়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। খুলনা দিবসের দিনব্যাপী কর্মসূচীতে বক্তারা খুলনার সামগ্রিক উন্নয়নে দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা খুলনার ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণের আহ্বান জানিয়ে বলেন, খুলনার উন্নয়নের জন্য যে সকল দাবিসমূহ এখনও অপূরণীয় রয়েছে তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

উল্লেখ্য, ১৮৮২ খিস্টাব্দের ২৫ এপ্রিল গেজেট নোটিফিকেশনের মাধ্যমে খুলনাকে জেলা হিসেবে ঘোষণা করা হয়। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি এই দিনটিকে প্রতিবছর নানাবিধ কর্মসূচীর মাধ্যমে পালন করে আসছে।