আগামী ৩ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মসূচি উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত্ব আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর এবং সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান। তিনি বলেন জামায়াতে ইসলামী আহুত এই সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে নেতাকর্মী এবং দেশবাসীর মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি সহ সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে সামাজিক উদ্বুদ্ধকরণের জন্য ডাকা এই সমাবেশ দেশবাসীকে শক্তি ও সাহস যোগাবে। তিনি ৩ জানুয়ারির মহাসমাবেশ সফল করতে সিলেটবাসীর প্রতি উদাত্ব আহ্বান জানান।
মাওলানা হাবিবুর রহমান গতকাল শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার দায়িত্বশীল সম্মেলনে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা জামায়াত সেক্রেটারি মো. জয়নাল আবেদীনের পরিচালনায় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর হাফেজ আনওয়ার হোসাইন খান, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম ও মাওলানা মাশুক আহমদ, জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল-হোসাইন প্রমুখ।