রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু (৫৬) গতকাল ৮ই অক্টোবর বুধবার সকাল ৭টা ১০ মিনিটে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন। ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী ২ কন্যা এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আনিছুর রহমান লাকু আগামী ১৪ অক্টোবর রংপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমন্ত্রন জানানোর জন্য জেলা আহবায়কসহ ঢাকা গিয়েছিলেন। দলীয় কাজ শেষে ঢাকা থেকে ফেরার পথে বগুড়া জেলার শেরপুরে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় স্বাস্থ কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ১০ মিনিটে তিনি ইন্তিকাল করেন।