কারিগরি শিক্ষার ৬ দফা দাবি আদায়ে গাজীপুর উত্তাল হয়ে উঠেছে। শনিবার দুপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ও গাজীপুরের বিভিন্ন পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা একযোগে বিক্ষোভ ও মহাসমাবেশ করেছেন।
প্রথমে ডুয়েটের প্রধান ফটকের সামনে জড়ো হন মডেল ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলোজি (এমআইএসটি), ভাওয়াল পলিটেকনিক, সিআইটিটি, রয়েল টেকনোলোজি এবং বিজিআইএফটি-এর শিক্ষার্থীরা। ব্যানার-ফেস্টুন হাতে তারা ৬ দফা দাবিতে অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন।
শিক্ষার্থীদের এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে ডিপ্লোমা প্রকৌশলীরাও অংশগ্রহণ করেন। পরবর্তীতে বিক্ষোভকারীরা একটি মিছিল নিয়ে শহরের শিববাড়ি মোড় এলাকায় অবস্থিত বিআরটি বাস টার্মিনালে এসে মহাসমাবেশে মিলিত হন। সমাবেশে সভাপতিত্ব করেন রাশেদুল ইসলাম সিফাত। বক্তব্য রাখেন আয়োজক ইছহাক পিকু, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান নাবিল, মোঃ রিমন মোল্লা, রাকিবুল ইসলাম, মোঃ আসিফ, তাহমিনা আক্তার, রিমনসহ আরও অনেকে। বক্তারা বলেন, কারিগরি ছাত্র আন্দোলনের ৬ দফা দাবি দীর্ঘদিনের, এবং তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।