ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং মশার উৎপত্তিস্থল ধ্বংসের লক্ষ্যে মোংলায় ব্রাক-এর উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালিত হয়েছে। ডেঙ্গু বর্তমানে সারাদেশের জন্য একটি বড় স্বাস্থ্যঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।

এডিস মশার প্রজনন ক্ষেত্র দমন না করলে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ প্রেক্ষাপটে ব্রাক স্বাস্থ্য কর্মসূচির আওতায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প এর উদ্যোগে এবং রোভার স্কাউটস মোংলার সহযোগিতায় এই গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়িত হয়।

বুধবার (২৭ আগস্ট) সকালে মোংলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিচারপতি মাহবুব মোর্শেদ সড়ক এলাকায় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা সরকারি বালিকা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে. এম. রব্বানী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, পরিবেশকর্মী ও সংবাদকর্মী মোঃ নূর আলম শেখ, মোংলা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. অসিত বসু, মোংলা গার্লস কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ এবং মোংলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নূর জনি। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রাক স্বাস্থ্য প্রকল্পের প্রতিনিধি সনৎ কুমার, রোভার স্কাউটসের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রভাষক কামাল হোসেন, শিক্ষিকা রেবেকা সুলতানা পারভীন, মোংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেশ হালদার প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর কে. এম. রব্বানী তার বক্তব্যে বলেন— “ডেঙ্গু প্রতিরোধে মানুষের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাইকে নিজ নিজ ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। পানি জমে থাকে এমন স্থানগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। কেবল সরকারি বা বেসরকারি উদ্যোগে নয়, বরং সবার সম্মিলিত প্রচেষ্টাতেই এডিসমুক্ত মোংলা পৌর শহর গড়ে তোলা সম্ভব।”

অন্যদিকে ব্রাক প্রতিনিধি সনৎ কুমার তার বক্তব্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরে বলেন—

“অসময়ে বৃষ্টি ও অতিবৃষ্টির কারণে এডিস মশার প্রজনন ক্ষেত্র দ্রুত বাড়ছে। পরিবেশ পরিবর্তনের সাথে সাথে আমাদেরকেও অভ্যস্ত হতে হবে। একা কেউ ডেঙ্গু প্রতিরোধ করতে পারবে না, সবাইকে একসাথে কাজ করতে হবে।”

বিশেষ অতিথি মোঃ নূর আলম শেখ তার বক্তৃতায় বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু ডেঙ্গু প্রতিরোধের জন্য নয়, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের জন্যও জরুরি। তাই এ ধরনের কর্মসূচি সকলের জন্য শিক্ষণীয়।” ড. অসিত বসু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তরুণ প্রজন্মকেই এগিয়ে আসতে হবে। তারা যদি নিয়মিত তাদের পরিবার ও সমাজকে সচেতন করে তবে ডেঙ্গু প্রতিরোধ সহজ হবে।”

কর্মসূচিতে রোভার স্কাউটস মোংলার সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তারা এলাকাবাসীর সঙ্গে একত্রে আশপাশের নালা, ড্রেন ও আবর্জনাযুক্ত স্থান পরিষ্কার করে এবং পানি জমে থাকা জায়গায় ওষুধ ছিটিয়ে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করে। এছাড়া সাধারণ মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন পরামর্শমূলক লিফলেট বিতরণ করা হয়।

সার্বিকভাবে এ কর্মসূচি মোংলা অঞ্চলে ডেঙ্গু প্রতিরোধে একটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এ উদ্যোগ কেবল পরিচ্ছন্নতা নয়, বরং জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে স্থানীয় জনগণকে কার্যকরভাবে সম্পৃক্ত করেছে। ব্রাকের এই পদক্ষেপ স্থানীয় প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোর জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।