হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক বুদ্ধি প্রতিবন্ধী মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা হওয়ার এক মাস ১০ দিন পার হয়ে গেলেও আসামী গ্রেপ্তার হয়নি।

ভুক্তভোগী ছাত্রীর বাবার অভিযোগ, আসামী এলাকায় প্রভাবশালী ও রাজনৈতিক বিভিন্ন নেতার সাথে সুসম্পর্ক থাকার কারণে পুলিশ আসামী ধরছে না। তবে পুলিশ বলছে, আসামী ধরতে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছেন তারা।

জানা গেছে, গত ২১ জুন শনিবার সকালে উপজেলার চাড়োল ইউনিয়নের কাচনা মধুপুর গ্রামের ফাজেল হক (৪৭) বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগ কাজে লাগিয়ে ৮ম শ্রেণিতে পড়ুয়া বুদ্ধি প্রতিবন্ধী মাদ্রাসা ছাত্রীকে আম খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ীর পাশে পাটক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে মাদ্রাসা ছাত্রী চিৎকার দেওয়ার চেষ্টা করলে তাকে টাকা কথা বলে চুপ করে কৌশলে পালিয়ে যায়।

মাদ্রাসা ছাত্রী তার বাসায় মাকে ঘটনার কথা জানালে গত ২২ জুন বালিয়াডাঙ্গী থানায় ফাজেলকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। তবে মামলার এক মাস ১০ দিন পেরিয়ে গেলেও আসামীকে ধরতে পারেনি পুলিশ।

আসামী ফাজেল হক (৪৭) উপজেলার চাড়োল ইউনিয়নের কাচনা মধুপুর গ্রামের খিসমত আলীর ছেলে। তার স্ত্রী ও সন্তান সবই রয়েছে।