মোহাম্মদ নুরুজ্জামান, রংপুর অফিস : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান বলেছেন, রংপুরের আমাদের ভাই শাহ্ আলম আল্লাহ্র জমিনে কুরআনের শাসন প্রতিষ্ঠার আকাক্সক্ষা নিয়ে ১৯ জুলাই ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশে যোগদিতে গিয়ে সোহরাওর্য়াদী উদ্যানে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। আপনারা তার অসম্পূর্ণ কাজ সম্পন্ন করবেন, ইনশায়াল্লাহ।
তিনি গতকাল ২২ শে জুলাই সোমবার বিকেলে রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের মোক্তার পাড়া গ্রামে প্রবীন রুকন মরহুম শাহ্ আলমের কবর জিয়ারতে এসে মমিনপুর হাইস্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
উল্লেখ্য, রংপুর মহানগরীরর পেশাজীবি সাংগঠনিক থানা-২ এর ডিপ্লোমা কৃষিবিদ ফোরামের ওর্য়াড সভাপতি প্রবীন রুকন মরহুম শাহ্ আলম গত ১৯শে জুলাই দুপুরে ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহা সমাবেশে যোগদিতে গিয়ে সোহরাওর্য়াদী উদ্যানে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রংপুর জেলা আমীর অধ্যাপক মুহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এসময় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারী জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মাওলানা আব্দুল হালিম এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল টিম পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন।
ডাক্তার শফিকুর রহমান বলেন- শাহ্ আলম ভাই ইসলামী আন্দোলনের জন্য একজন নিবেদিত প্রান দায়ী ছিলেন। আল্লাহ রাব্বুল আল আমীন তাঁকে জান্নাত নসিব করুন। আমীরে জামায়াত রংপুরের আর এক জীবন্ত শহীদ মজলুম জননেতা সাবেক সেক্রেটারী জেনারেল ও কেন্দ্রীয় র্নিবাহী পরিষদ সদস্য এটিএম াাজাহারুল ইসলাম প্রসঙ্গে বলেন, আল্লাহর অসীম কৃপায় তিনি ফাঁসীর মঞ্চ থেকে আমাদের মাঝে ফিরে এসেছেন। তিনি রাজনীতি বিদদের উদ্যেশে বলেন, যারা রাজনীতির মাধ্যমে চাঁদাবাজি করেন, সেই চাঁদাবাজরা রক্ত চোষা, জালেম। এর চেয়ে আপনারা ভিক্ষা করে খান। সম্মান পাবেন।আমরা নিজেরা চাঁদাবাজি করিনা , কাউকে করতে দেবনা। তিনি বলেন । আমরা অন্যায় জুলুম করবোনা কাউকে করতে দেবনা। আমরা লড়াই করবো কৃষক, শ্রমিক, মজুর মেহনতী মানুষের জন্য। তাঁদের সাথে আছি থ্কবো।আমরা জনগনের ভালবাসা নিয়ে সরকার গঠন করলে গাড়ী বাড়ির অতিরিক্ত কোন সুবিধা নেবনা, কাউকে করতেও দেবনা। তিনি বলেন, সমাজে ইসলামী আইন চালু হলে একজন নারী একাকি হাজার মাইল পথ চলবে নিরাপদে। সমাজে সকল শ্রেণী পেষা, ধর্ম, বর্ণের মানুষ সমান অধিকার ভোগ করবে। এটাই আল্লাহ্র আইন।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রংপুর মহানগরী শাখার আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান, রংপুর মহানগর সেক্রেটারী কে এম আনোয়ারুল হক কাজল, রংপুর জেলা সেক্রেটারী মাওলানা মুহাম্মদ এনামুল হক, ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা, জেলা সভাপতি ফিরোজ মাহমুদ প্রমুখ । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ইউনিট টিম সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম, রংপুর মহানগর সহকারী সেক্রেটারী অধ্যাপক রায়হান সিরাজী ও আল আমীন হাসান, শ্রমিক কল্যান ফেডারেশন রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক এবং বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক আাবুল হাশেম বাদল, পেশাজীবি সাংগঠনিক থানা-২ এর আমীর অধ্যাপক গোলাম মোস্তফা, সেক্রেটারী মোহাম্মদ মশিউর রহমান, জামায়াতে ইসলামী বদরগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা কামরুজ্জামান, নায়েবে আমীর শাহ্ মুহাম্মদ রুস্তম, সেক্রেটারী মুহাম্মদ মিনহাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মাজহারুল ইসলাম, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহিনুর ইসলাম শাওন প্রমুখ।
সমাবেশ শেষে জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান জামায়াত নেতৃবৃন্দসহ মোক্তার পাড়া গ্রামে প্রবীন রুকন মরহুম শাহ্ আলমের কবর জিয়ারত করেন।