পাইকগাছা (খুলনা)

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ পাইকগাছা উপজেলায় এক বিশাল গণসংযোগ ও জনসম্পৃক্ততামূলক কর্মসূচি পালন করেছেন। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী এই কর্মসূচিতে তিনি পাইকগাছা মাছ বাজার, কাপড়ের পট্টি, কাঁচা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেট ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।

প্রধান অতিথির বক্তব্য : আপনাদের সেবক হতে চাই, খুলনা-৬ হবে মডেল উপজেলা। গণসংযোগে অংশ নিয়ে প্রধান অতিথি আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ জনতার উদ্দেশে বলেন, “আমি আপনাদের কাছে নেতা হিসেবে নয়, আপনাদের একজন সেবক হিসেবে দাঁড়াতে এসেছি। আপনারা আমাকে সুযোগ দিলে খুলনা-৬ আসনকে আমি একটি মডেলে পরিণত করব। এই এলাকার মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং পিছিয়ে পড়া জনপদকে উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসাই আমার প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, আমাদের নির্বাচনী অঙ্গীকারে থাকবে-দুর্নীতিমুক্ত ও ন্যায্য সমাজ প্রতিষ্ঠা করা। কৃষি, মৎস্য এবং উপকূলীয় অর্থনীতির উন্নয়নে বিশেষ পরিকল্পনা গ্রহণ। সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও সহাবস্থান নিশ্চিত করা। যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও শিক্ষার মানোন্নয়ন।” তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আগামী নির্বাচনে আপনারা দলমত নির্বিশেষে আমাকে সমর্থন দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। ইনশাআল্লাহ, আমি আপনাদের প্রত্যাশা পূরণে সর্বাত্মক চেষ্টা করব।” গণসংযোগে বিশেষ অতিথি ছিলেন জেলা সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সারোয়ার এবং জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম। তারা তাদের বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদের নির্বাচনী অঙ্গীকারের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, “এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে মাওলানা আবুল কালাম আজাদের মতো একজন সৎ ও যোগ্য নেতৃত্ব অপরিহার্য।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মোঃ আলতাফ হোসেন, পৌর আমীর আসাদুল হক, সেক্রেটারি মিজানুর রহমান, জয়েন্ট সেক্রেটারি শফিয়ার রহমান, এডভোকেট মোর্তোজা জামান আলমগীর রুল, আব্দুস সালাম, ৬ নং ওয়ার্ড আমীর মোঃ সোহেল আহমেদ, তামিম রায়হান, আল মামুন,ফজর আলী, মুজাহিদুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সমর্থন : এই গণসংযোগে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্টজনেরা উপস্থিত থেকে প্রার্থীর প্রতি সমর্থন জ্ঞাপন করেন, যা এলাকায় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। তাদের মধ্যে ছিলেন মধু রঞ্জন কর্মকার, নিপদ চন্দ্রনাথ মন্ডল, সনাতন মন্ডল, অমর রঞ্জন মন্ডল, এবং অ্যাডভোকেট নাদির উজ্জামান।