নরসিংদী সংবাদদাতা : নরসিংদীর পলাশের ঘোড়াশাল রেলসেতুতে ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সেতু পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রেলসেতু দিয়ে গাজীপুরের কালিগঞ্জ থেকে ঘোড়াশালের দিকে যাচ্ছিলেন অজ্ঞাত ওই নারী। ঘোড়াশালের কাছাকাছি পৌঁছার পর বিপরীত দিক হতে ঢাকাগামী একটি ট্রেনের নীচে কাটাপড়েন তিনি। খবর পেয়ে সেতুতে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার তৎপরতা শুরু করলেও তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করতে পারেনি বলে জানায় নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশ।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই মো: নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি । লাশ উদ্ধার হয়েছে, ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করছি।