জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের এক বছর যেতে না যেতেই জুলাই যোদ্ধাদের নানাভাবে অপদস্ত করা হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নের আগে জুলাই যোদ্ধাদের এই অপদস্ত ভবিষ্যত রাজনীতির জন্য এক অশনি সংকেত। এটি জাতির জন্য লজ্জাজনক বিষয়। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। রাষ্ট্র কর্তৃক যথাযথ সম্মান না পেয়ে উল্টো তারা অপদস্তের শিকার হচ্ছে। যা ভবিষ্যতে ফ্যাসিবাদের পুনরুত্থানের শঙ্কা সৃষ্টি করছে। গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে জামায়াত নির্বাচনের আগেই জুলাই সনদের বাস্তবায়নের জোর দাবি জানিয়ে আসছে। একই সাথে নির্বাচনের আগে কার্যকর সংস্কার, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের জোর দাবি জানাচ্ছে।

তিনি সোমবার সন্ধ্যায় সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদের সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সভায় মহানগর জামায়াতের কর্মপরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জামায়াতের সিলেট অঞ্চল টীম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, জামায়াত নেতা মাওলানা মুকিত, মুফতী আলী হায়দার ও এডভোকেট জামিল আহমদ রাজু প্রমূখ।