হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা : মানিকগঞ্জে তিন শতাধিক অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের মাঝে কম্বল ও এক হাজার ডিম বিতরণ করেছে মানিকগঞ্জ সদর প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ।
শুক্রবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলা ৭ নং পৌলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ এই কম্বল বিতরনের আয়োজন করে।
সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি এডভোকেট মুহাম্মদ মাছুদুল হক মাছুদ এর সভাপতিত্বে সচেতনামূলক সভা ও বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য (সংরক্ষীত) কাজী সাহেরা আনোয়ারা শাম্মী, সি আর পি মানিকগঞ্জ এর অধ্যক্ষ মো: মাহবুবুল ইসলাম, তাতীদলের পৌর শাখার সভাপতি মোঃ রেজাউল করিম রেজা, ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রী কলেজের প্রভাষক মুহাম্মদ মশিউর রহমান, ৭ নং পৌলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মুহাম্মদ জসিম উদ্দীন প্রমুখ।
বক্তারা প্রতিবন্ধীদের জীবন যাপন সম্পর্কে ছাত্র-ছাত্রীদের ধারণা দেন। তারা প্রতিবন্ধীদের প্রতি সোহার্দ্যপূর্ণ ব্যবহার করার পরামর্শ দেন এবং তাদের সহযোগীতা করার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।